দ্বিতীয় দিনেও কেন্দ্রগুলোতে টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড়, অনেকে টিকা না...

দ্বিতীয় দিনেও কেন্দ্রগুলোতে টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড়, অনেকে টিকা না পেয়ে হতাশ

শেয়ার করুন

received_529421484845663 ।। এটিএন টাইমস ডেস্ক ।।
দেশব্যাপী চলমান গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনেও টিকা নিতে কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভিড় জমিয়েছে মানুষ। অনেক কেন্দ্রে টিকা শেষ হয়ে যাওয়ায় মানুষ হতাশ হয়ে ফিরেছে। অধিকাংশ কেন্দ্রের মানুষের চাপে বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়েছে। তবে টিকার সংখ্যা সীমিত হওয়ায় অনেকেই টিকা কার্ড পাচ্ছেন না। দীর্ঘ সময় অপেক্ষার পর ফিরে যেতে হচ্ছে। সারা দেশে গণটিকাদানের দ্বিতীয় দিন চলছে।

প্রথম দিন থেকে করোনার প্রতিষেধক নিতে গ্রহীতাদের উৎসাহ ছিল লক্ষণীয়। আজ রবিবার সকাল থেকেও টিকা কেন্দ্রে ভিড় দেখা যায়। সকাল থেকে বৃষ্টি থাকায় অনেকেই ভোগান্তিতে পড়েছেন। তা সত্ত্বেও বেশির ভাগকেই টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায়। টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা সকাল ৯টায়। কিন্তু সকাল ৭টা থেকেই লোকজন আসতে শুরু করে। সকাল ৮টার মধ্যে কয়েকশ নারী-পুরুষে ভরে যায়। সকালের বৃষ্টি মাথায় নিয়েই লোকজন টিকা নিতে চলে আসেন। পুরুষ ও নারীরা আলাদা দুটি লাইনে দাঁড়িয়ে ছিলেন। নারীদের সংখ্যাই ছিল বেশি। এ দিকে করোনাভাইরাস প্রতিরোধে শুরু হওয়া গণটিকা কর্মসূচির প্রথম দিনে দেশের ৫৯ জেলায় টিকা পেয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন মানুষ, যাদের ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনই প্রথম ডোজ টিকা নিয়েছেন।