গাজীপুরে একদিনে ১০জনের মৃত্যুর রেকর্ড

গাজীপুরে একদিনে ১০জনের মৃত্যুর রেকর্ড

শেয়ার করুন
 Gazipur_civil
।। মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর ।।
গাজীপুরে একদিনে করোনায় ১০জনের মৃত্যু হয়েছে। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়াও ৪৪৯জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৮জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯৩ জনে।
শনিবার (১৭ই জুলাই) বেলা তিনটায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোঃ খাইরুজ্জামান। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যু বলে তিনি জানান।
সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৪৪৯জনের নমুনা সংগ্রহ করে ১৩৮জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৯১জন, কালীগঞ্জে ১৭ জন, কালিয়াকৈরে ৮ জন ও কাপাসিয়ায় ২২ জন।
তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯৮হাজার ২৫৯জনের নমুনা পরীক্ষায় ১৫হাজার ৩৯৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ৯হাজার ৭৫৬ জন, কালীগঞ্জে ১০৪১ জন, কালিয়াকৈরে ১৬৭২, কাপাসিয়ায় ১০৬৫ ও শ্রীপুরে ১৮৫৯ জন আক্রান্ত হয়েছেন।
ডাঃ মোঃ খাইরুজ্জামান জানান, নতুন ১০জনসহ এ পর্যন্ত জেলায় ২৯২জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৪৭২জন।