করোনায় আরও জনের ৩০ মৃত্যু, শনাক্ত কমছে

করোনায় আরও জনের ৩০ মৃত্যু, শনাক্ত কমছে

শেয়ার করুন

corona

নিজস্ব প্রতিবেদক।।

করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা যান ২৩ জন এবং বেসরকারি হাসপাতালে সাতজন। মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন।

এ নিয়ে মহামারি শুরুর পর থেকে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৫২৪ জন।

একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৯ হাজার ৫২ জনের।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ৫, সিলেটে ৩, খুলনা ও রাজশাহীতে ২ এবং বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়। রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।

এর আগে গত ২৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় করোনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ৩৩ জনের মৃত্যু হয়েছিল।