‘জাপান ও বাংলার সংস্কৃতির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে’

‘জাপান ও বাংলার সংস্কৃতির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে’

শেয়ার করুন

123এটিএন টাইমস ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টারে ‘জাপান ও বাংলার সাংস্কৃতিক সম্পর্ক’ নিয়ে একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের বিষয়ে একক বক্তৃতা করেন চিত্রশিল্পী কাজী গিয়াসউদ্দিন।

এসময় তিনি বলেন, জাপান এবং বাংলার সংস্কৃতির মধ্যেমধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। ফলে বর্তমান জাপানের চিত্রকলায়ও এর ছাপ পাওয়া যায়।

সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আবুল বারকাতের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আলী রেজা, জাপান স্টাডি সেন্টারের প্রভাষক ড. দিলরুবা শারমিন এবং লোপামুদ্রা মালেক।

বক্তৃতা অনুষ্ঠানে জাপান স্টাডি সেন্টারে অধ্যয়নরত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।