বেতন-বোনাস না দিলে আমরণ অনশনের হুমকি সিটিসেল কর্মীদের

বেতন-বোনাস না দিলে আমরণ অনশনের হুমকি সিটিসেল কর্মীদের

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

বন্ধের আগে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না করলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন, বেসরকারি মোবাইল ফোন অপারেটর- সিটিসেলের কর্মীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।

মানববন্ধন থেকে জানানো হয়, গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না তারা। পাওনা বেতন আদায়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনও ফল হয়নি।

কর্মচারীরা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে মালিক পক্ষ বেতন দেয়ার আশ্বাস দিলেও বাস্তবে তা তারা করেননি। মানববন্ধনে শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিটিসেল কর্মচারী ইউনিয়ন। সংবাদ সম্মেলনে ৭ দফা দাবি তুলে ধরে ইউনিয়ন।