গবেষণা বাবদ ১৫ লাখ টাকা পেল নোবিপ্রবির শতাধিক শিক্ষার্থী

গবেষণা বাবদ ১৫ লাখ টাকা পেল নোবিপ্রবির শতাধিক শিক্ষার্থী

শেয়ার করুন

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৬-২০১৭ অর্থ বছরে এমএস শিক্ষার্থীদের জন্য ১৫ লাখ টাকা গবেষণা অর্থ বন্টন করা হয়েছে।

এসিসিই, এফআইএমএস, মাইক্রোবায়োলজি, এপ্লাইড ম্যাথমেটিক্স, ইংরেজি, সিএসটিই ও ফার্মেসি সহ মোট সাতটি বিভাগের ১৪৮ জন ছাত্র-ছাত্রীদের এ অর্থ বরাদ্দ দেয়া হয়।

এ উপলক্ষে বুধবার সকালে হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে নোবিপ্রবি রিসার্চ সেল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান স্ব স্ব বিভাগের চেয়ারম্যানদের হাতে চেক হস্তান্তর করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রিসার্চ সেলের সহকারি পরিচালক ড. আসাদুন নবী, ডিন ড. মো. হুমায়ুন কবির সহ বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটের চেয়ারম্যান ও পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।