কুমিল্লা মেডিকেল কলেজ শনিবার খুলে দেয়ার সিদ্ধান্ত

কুমিল্লা মেডিকেল কলেজ শনিবার খুলে দেয়ার সিদ্ধান্ত

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা মেডিকেল কলেজ শনিবার খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাত ১১টার দিকে মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিন-উজ-জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, ৩১ডিসেম্বর শনিবার থেকে কলেজের ক্লাস চালু এবং হল খুলে দেয়া হবে।

শিক্ষার্থীদের তল্লাশি করে হলে প্রবেশ করতে দেয়া হবে। দুইটি সামাজিক সংগঠনের আড়ালে শিক্ষার্থীরা রাজনীতিতে জড়িত হয়, তাই সাময়িক কলেজ ক্যাম্পাসে এগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হল মনিটরিং কমিটিতে ছাত্ররা থেকেও সমস্যার সৃষ্টি করে। তাই সেটি থেকে তাদের সরিয়ে দেয়া হবে।

উল্লেখ্য- আধিপত্য বিস্তার নিয়ে বুধবার কুমিল্লা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৪জন আহত হয়। ওইদিনই কলেজ প্রশাসন কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে।