কানাডিয়ান স্কুল মেতে উঠেছে লোকজ আয়োজনে

কানাডিয়ান স্কুল মেতে উঠেছে লোকজ আয়োজনে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পহেলা বৈশাখের বিশেষ অনুষ্ঠান বর্ষবরণ উপলক্ষে রাজধানীর কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ছিলো বিশেষ অনুষ্ঠান। বাঙালীর চিরায়ত এই সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বৃহস্পিতবার প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক সবাই-ই মেতে ছিলেন লোকজ সব আয়োজনে।

ইংলিশ মিডিয়াম স্কুল তবু বাঙালীর উৎসব। মঙ্গল শোভাযাত্রা এ যেনো মঙ্গল আর আনন্দের বাহক। পুরনোকে ভুলে নতুনের আবাহনকে স্বাগত জানাতেই যতো আয়োজন।

কেবল শিক্ষার্থী নয়, নাচে, গানে মেতে ওঠেন অভিভাবকরাও। দেশীয় ঐতিহ্যেরই আরেক উপাদান পিঠা, পায়েস, পান্তা, ইলিশ ছাড়াও বাহারি সব খাবারের পসরা নিয়ে স্টল সাজিয়েছেন অভিভাবক, শিক্ষার্থীরা

শেকড়ের টানেই পয়লা বৈশাখ তাদের কাছে প্রতিবছরই হয়ে ওঠে এমন প্রাণের উৎসব কর্তৃপক্ষ এবং শিক্ষকরাও বললেন, বাংলা ভাষা এবং সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দিতেই তাদের এই আয়োজন