খুলনায় কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা

খুলনায় কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা

শেয়ার করুন

।।মো:আতিয়ার রহমান,খুলনা।।
খুলনার দুই হাসপাতালে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার (০৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে।
তবে খুলনা জেনারেল হাসপাতালে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত খুলনার দুই হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছিল। প্রসঙ্গত্ব, খুলনাতে গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল; যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খুলনার রূপসার নাসিমা (৩৫)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন। যার মধ্যে রেড জোনে ৫৯ জন, ইয়ালো জোনে ৩৯ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৩ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ২১ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ৩২জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ। তিনি জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন বাগেরহাট মোংলার বিশ্বাস আতাউর রহমান (৭৫) ও ঝিনাইদহের হরিণাকুন্ডু পাইরা বাজারের ফজলুর রহমান (৬৫)। গত ২৪ ঘন্টায় তিনজন রোগী ভর্তি হয়েছেন, সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৫জন। খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২৮জন, তার মধ্যে ১০ জন পুরুষ, আর ১৮জন নারী। গত ২৪ ঘন্টায় কোন রোগী ভর্তি হয়নি, আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ২ জন।সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১১ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৭ জন।
আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। রবিবার ৩২ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৪১ জন। আইসিইউতে রয়েছেন ৪ জন। গতকাল ভর্তি হয়েছেন দুইজন, আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৯জন। গতকাল ১৪জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।অন্যদিকে, গতকাল রবিবার (৮ আগস্ট) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ১১০, যশোরের ৭, বাগেরহাটের ৫, নড়াইলের ২, ঝিনাইদহ ও গোপালগঞ্জের একজনের করে করোনা পজেটিভ শনাক্ত হয়।