আশুলিয়ায় ফুটপাতে চাঁদাবাজির মামলায় দুইজন গ্রেফতার

আশুলিয়ায় ফুটপাতে চাঁদাবাজির মামলায় দুইজন গ্রেফতার

শেয়ার করুন
ছবি:গ্রেফতার তমিজ ও দুলাল
ছবি:গ্রেফতার তমিজ ও দুলাল

।। নাহিদ হাসান শুভ, সাভার ।।

আশুলিয়ায় ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছে আরও কয়েকজন।

আজ শনিবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বাইপাইল এলাকায় থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরআগে সকালে তাদের বিরুদ্ধে মিনহাজুল ইসলাম নামে ভুক্তভোগী এক ফুটপাত ব্যবসায়ী আশুলিয়ায় থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বড় আনুলিয়া গ্রামের মৃত শেখ হাকিম উদ্দিনের ছেলে মোঃ তমিজ উদ্দিন। বর্তমানে পলাশবাড়ি নামাবাজার এলাকায় বসবাস করেন। অপরজন, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া গ্রামের নেয়ামুদ্দিনের ছেলে মোঃ দুলাল। বর্তমানে গাজীরচট এলাকায় বসবাস করেন। মুকুল ও মোফাজ্জল নামে আরও দুইজন পলাতক রয়েছে।

ভুক্তভোগী মিনহাজুল ইসলাম জানায়, আমি বাইপাইল মসজিদ এলাকায় ফুটপাতে ব্যবসা করি। বিভিন্নসময় অভিযুক্তরা আমিসহ অন্যান্য দোকানদারের কাছ থেকে ৭০ টাকা করে চাঁদা আদায় করে। অভিযুক্তরা বাইপাইল, পল্লীবিদ্যুৎ, নবীনগর বলিভদ্র এলাকার বিভিন্ন ফুটপাতে চাঁদা তুলে আসছিলো। দিনে প্রায় ১৫ হাজার টাকা চাঁদা তোলে তারা। সবশেষ গত ৪ নভেম্বর চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আমাদের ব্যবসা করতে দিবে না বলে জানায় এবং বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ হুমকি দেয়। পরে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক এমদাদুল হক জানান, অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। পরে আজ সকালে বাইপাইল এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।