পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে অসহায় ও দু:স্থদের...

পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী উপলক্ষে অসহায় ও দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ

শেয়ার করুন

Pirojpur Picture- Bitaron

।। পিরোজপুর  প্রতিনিধি ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে অসহায় ও দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ। আজ রোববার  বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদারের সার্বিক তত্বাবধায়নে দেড় শতাধিক বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়।
দু:স্থদের মাঝে এ বস্ত্র বিতরণ করেন জেলা আওয়ালীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ালীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য এ্যাড. দ্বীপ্তিশ চন্দ্র হালদারসহ জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
এছাড়া সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন এবং একই স্থানে বিকালে আসর বাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকল অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদারসহ আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি লুবনা আহমেদ, মোস্তাফিজুর রহমান সোহাগ, সৈয়দ এমরান আহমেদ, মৃনাল কান্তি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শুভদীপ শিকদার শুভ, আজমল হুদা নিঝুম, মান্নান সাইফুল, প্রচার সম্পাদক শওকত খান, দপ্তর সম্পাদক শাকিল শিকদার অপু, সমাজ কল্যাণ সম্পাদক অমিত বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের মিন, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমত আরা রিমু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম হাসান, সদস্য মোঃ আতিকুল ইসলাম হিরা প্রমুখ।