৩০০ বছরের ঐতিহ্যবাহী ঝাপাং খেলা

৩০০ বছরের ঐতিহ্যবাহী ঝাপাং খেলা

শেয়ার করুন

amP6sLg

ঝিনাইদহ প্রতিনিধি:

ভাদ্র মাসের প্রথম সপ্তাহে মনসা মঙ্গলে ঝিনাইদহে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপ ফনায় ঝাপাং খেলা। সুরের তালে সাপ ও সাপুড়ের নাচ মুগ্ধতা ছড়ায়। দূর-দূরান্ত থেকে এই খেলা দেখতে ছুটে যায় মানুষ।

সুরের তালে একে একে বের হয়ে আসে গোখরা, খয়েগোক্কু, কেওড়াসহ বিভিন্ন বিষধর সাপ। এরপর মনসা মঙ্গলের পালাসহ বিভিন্ন গানের সঙ্গে সাপ ও সাপুড়ের নৃত্য। একেই বলে ঝাপাং খেলা। প্রতিবছরই ভাদ্রের শুরুতে মনসা মঙ্গলের পূজায় গ্রামে গ্রামে ঝাপান দেখিয়ে বেড়ায় বাগদি সম্প্রদায়।

PT5MQbM

ঝিনাইদহ সদর উপজেলার সাহেবনগর গ্রামে এবার এই খেলা দেখতে মানুষ এসেছিল দূর দূরান্ত থেকে। বিষধর সাপের বশ মানা যেন মানুষের চোখে মুখে মুগ্ধতা ছড়ায়।

ঐতিহ্যবাহী এই ঝাপাং খেলার ইতিহাস কিন্তু তিনশ বছরের। পারিশ্রমিক খুব কম হওয়া সত্বেও এই খেলাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে বাগদি সম্প্রদায়। আয়োজকসহ দর্শকদেরও চাওয়া ঝাপানের মতো খেলাগুলো যেন গ্রাম থেকে ছড়িয়ে পড়ে দূর দূরান্তে।