স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের অত্যাচারে জীবন দিতে হল কিশোরি গৃহবধূকে

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের অত্যাচারে জীবন দিতে হল কিশোরি গৃহবধূকে

শেয়ার করুন

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের নির্যাতনে জীবন দিতে হল এক কিশোরি গৃহবধূকে।

সোমবার গোপালগঞ্জের মারকাজ মহল্লার মেথর পট্টিতে এ ঘটনা ঘটে। খুলনার তেরখাদা থানার কাটেংগা গ্রামের বাবুল রবিদাসের কন্যা সাথী রবিদাসের সঙ্গে ২০১২ সালে বিয়ে হয় গোপালগঞ্জের মারকাজ মহল্লার রাধু রবিদাসের ছেলে সুজন রবিদাসের। বিয়ের সময়ই সুজনকে নগদ অর্থ, গহনা ও ফার্নিচার দেয় সাথীর পরিবার।

কিন্তু বিভিন্ন সময় সুজন যৌতুকের জন্য সাথীকে চাপ দিতে থাকে। এমনকি নির্যাতনও শুরু করে। সাথীর পরিবার সাধ্যমত অর্থ দেয়ার পর আবারও তার উপর নির্যাতন শুরু করে। সোমবার সাথীর দাদার সামনে তাকে মারধর করলে সন্ধ্যায় সে মারা য়ায়। শ্বশুরবাড়ির লোকজন সাথীর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চালানোর জন্য তার গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ সাথীর পরিবারের। তবে অভিযুক্ত সুজনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি, ঘর ছিল তালাবদ্ধ।