স্কুলশিক্ষক শ্যামল কান্তির জামিন

স্কুলশিক্ষক শ্যামল কান্তির জামিন

শেয়ার করুন

73a4f3f0dcce48cbc1e20f2f5695d338-5759be723f6fb.pngনিজস্ব প্রতিবেদক :

ঘুষের মামলায় কারাগারে যাওয়ার এক সপ্তাহ পর আগামী ২০ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেলেন নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্ত। বুধবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন তাঁর জামিন মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ বন্দরে এক শিক্ষিকার কাছ থেকে ঘুষ নেওয়ার মামলায় গত ২৪ মে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কারাগারে পাঠানো হয়। গত বছর ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লফিত উচ্চ বিদ্যালয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে, প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করা হয়।

স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার দুই মাসের মাথায়, গত ১৪ জুলাই ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষার্থীকে মারধর এবং এক শিক্ষিকার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে তিনজন বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে তিনটি মামলা দায়ের করেন।

দুটি মামলা খারিজ হয়ে গেলেও, শিক্ষিকা মোর্শেদা বেগমকে প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে বন্দর থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। পরে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।