সুনামগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু

সুনামগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি :

ছাতকে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহম্পতিবার রাতে চরমহল্লা ইউনিয়নের বল্লাভপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুই সহোদর হলেন- হুমায়ূন কবির (৩১) ও মামুন আহমদ (২২)। উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রাখা-রসূলপুর গ্রামের জমির আলীর পুত্র। তারা উভয়ই ওয়ার্কসপ মেস্তরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বল্লাভপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সিরাজ মিয়া বাড়িতে ঘরের টিনের চালার কাজ করছিল তারা। এক পর্যায়ে লোহার এ্যাঙ্গেল চালার উপর তোলার সময় বিদ্যুতের ছেঁড়াতারে জড়িয়ে যায় এ্যাঙ্গেল। এ সময় এ্যাঙ্গেলে ধরা অবস্থায় চালার উপরে হুমায়ূন ও নীচে মামুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাদের দ্রুত কৈতক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ তার এলাকার দু’সহোদর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছে বলে জানান। ছাতক থানার ওসি আতিকুর রহমান দু’সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।