সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম গাজী (৫০) নামের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি তালা সদরের মহল্লাপাড়া গ্রামের মৃতঃ আয়জুদ্দীন আহমদ গাজীর ছেলে এবং উপজেলার খানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, বুধবার দুপুরে মহল্লাপাড়াস্থ বাড়ির ছাদে পানির লাইনের মটরে সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।  মৃত্যুকালে তিনি বৃদ্ধ মাতা, স্ত্রী, দু’কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছগির মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।