সাতক্ষীরায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

সাতক্ষীরায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

শেয়ার করুন
সাতক্ষীরায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
সাতক্ষীরায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

।। মো:আতিয়ার রহমান,খুলনা ।।
সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম আজমীর হোসেন (৩০)। তিনি আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি যশোর জেলার বেনাপোল থানার গ্রামীণ ব্যাংকের ফিল্ড কর্মকর্তা।নিহতের স্বজনরা জানান, কর্মস্থলের উদ্দেশে সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন আজমীর হোসেন। পথিমধ্যে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া মোড়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা আজমীর হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।