সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত

সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত

শেয়ার করুন

port-weather-20170928211849-620x322
পটুয়াখালি প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আজো সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পটুয়াখালীতে গতকাল সন্ধ্যা থেকেই রৈবী আবহাওয়া বিরাজ করছে। আজ থেমে থেমে বজ্রবৃষ্টি হচ্ছে। চরাঞ্চলে স্বাভাবিকের থেকে ২ ফুট পানি বেড়েছে। জেলার বাউফল উপজেলার মদনপুরায় কালবৈশাখী ঝড়ে একটি মাদ্রাসাসহ উপড়ে গেছে অসংখ্য গাছ-পালা।

বৈরি আবহাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় ঈদ কেনাকাটায়। কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার তীরে ফিরতে শুরু করেছে। পটুয়াখালী নৌ-বন্দর অভ্যন্তরীন ৬৫ ফুটের নিচের সকল নৌযানকে চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে।