শেষ হলো গ্রিন স্কুলের পাইলট প্রকল্প

শেষ হলো গ্রিন স্কুলের পাইলট প্রকল্প

শেয়ার করুন

16215596_10212180241446966_535429263_nএটিএন টাইমস ডেস্ক:

গ্রিন স্কুল পাইলট প্রকল্পের সমাপনী ঘোষণা করলো অলাভজনক প্রতিষ্ঠান গ্রিন বাংলাদেশ।

শনিবার ২১ জানুয়ারি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর ইউনিয়নে এই প্রকল্পের সমাপনী ঘোষণা করা হয়।

এ উপলক্ষ্যে ইউনিয়নের হিঙ্গারপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করে গ্রিন বাংলাদেশ।

এ উপলক্ষ্যে ওই কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আহ্সান হাবিব, বিশেষ অতিথি গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (এএসপি) আসাদুজ্জামান আসাদ।

16216088_10212180241526968_1262867769_nঅন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গ্রিন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবু রাশেদ, সাধারণ সম্পাদক জাকারিয়া মোহাম্মদ পলাশ, ধাপেরহাট বিএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান রফিকুল ইসলাম, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইজজার রহমান প্রমুখ।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, গ্রিন বাংলাদেশের পাইলট প্রকল্পের আওতায় সাদুল্লাপুরের স্কুলগুলোতে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব গড়ে তোলার যে প্রয়াস ও সাংস্কৃতিক কর্মকান্ড এবং নাটক প্রদর্শনের মাধ্যমে বাল্য বিবাহ রোধসহ সমাজের নানা অসংগতি তুলে ধরার যে ভূমিকা নিয়েছে আমি তার প্রশংসা করছি।

গ্রিন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবু রাশেদ বলেন, আমরা গাইবান্ধার পাইলট প্রকল্প শেষ করলাম। খুব শিগগিরই আমরা অন্য জেলাতেও এমন কার্যক্রম শুরু করবো।

16237077_10212180241486967_1017742688_nগ্রিন স্কুল স্কলারশিপের আওতায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৮টি স্কুলে নেতৃত্ব গড়ে তোলার কার্যক্রম শুরুকরে। একই সঙ্গে স্কুল শিক্ষার্থীদের মাঝে পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা চালানো হয়। ২০১৪ সালে এই কার্যক্রম শুরু করে সংগঠনটি। ২ বছর পর পাইলট প্রকল্পের সমাপ্তি ঘোষণা করলো তারা।

অনুষ্ঠানে ৮টি স্কুলের ২ হাজারেরও বেশিশিক্ষার্থী অংশগ্রহণকরেন।এছাড়া স্কুলগুলোর প্রধান শিক্ষক এবং স্থানীয়গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে।