শেরপুরে বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত

শেরপুরে বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত

শেয়ার করুন

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় বন্যহাতির আক্রমণে আদিবাসী এক কৃষক নিহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, রাত সোয়া ১২ টার দিকে ৪০-৪৫ টি হাতির দল ছোট গজনি গ্রামের রনেন কুবিরের আলু ক্ষেতে নেমে ফসল নষ্ট করতে থাকে। রনেনের ছেলে পলোদফো তাদের তাড়াতে গেলে পায়ের তলে ফেলে পিষ্ট করে তাকে মেরে ফেলে হাতির দল। শেষ খবর পাওয়া পর্যন্ত আশপাশের বাড়িতেও হাতিগুলো তান্ডব চালাচ্ছে। এদিকে মধ্য রাতে বন্য হাতির এই আক্রমণে মানুষের মনে আতংক দেখা দিয়েছে।

সোলার প্যানেলের বৈদ্যূতিক তারের বেড়া দেয়ার পর ঝিনাইগাতী সীমান্তে প্রায় এক বছর ধরে বন্যহাতির তাণ্ডব বন্ধ ছিল। বেশ কিছুদিন ধরে অনেক জায়গায় তারের কার্যকারিতা না থাকায় আবারো হাতির তান্ডব শুরু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।