লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার টেকনাফের আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। বাকি অস্ত্র উদ্ধারে এখনও অভিযান চলছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে থেকে উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় টেকনাফের আনসার ক্যাম্পের অস্ত্র লুটের ঘটনার অন্যতম দুই হোতা খাইরুল আমিন ও মাস্টার আবুল কালাম আজাদকে আটক করা হয়। এসময় তাদের কাছে ১ টি পিস্তল, ১ টি ওয়ান সুটার গান এবং গুলি পাওয়া যায়।

পরে তাদের দেয়া তথ্যমতে আনসার ক্যাম্প থেকে লুট হওয়া আরো অস্ত্র উদ্ধার করতে রাত ১১টা থেকে আটককৃতদের নিয়ে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পাহাড়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ১টি এসএমজি, ৬টি ম্যাগাজিন, ১টি চাইনিজ রাইফেল এবং ১টি এম-২ চাইনিজ রাইফেল উদ্ধার করে র‌্যাব।

আরও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। ২০১৬ সালের ১৩ মে টেকনাফ উপজেলার নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে হামলা চালিয়ে ১১টি অস্ত্র ও বিপুলসংখ্যক গুলি লুট করে নিয়ে যায় দুর্বত্তরা।