লঞ্চ ও স্টিমারে এখন রাজধানীমুখী মানুষের ঢল

লঞ্চ ও স্টিমারে এখন রাজধানীমুখী মানুষের ঢল

শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি :

বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ ও স্টিমারে এখন রাজধানীমুখী মানুষের ঢল। এই সুযোগে ধারণক্ষমতার বহুগুণ বেশি যাত্রী বহন করছে নৌযানগুলো। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

ঈদের ছুটি শেষ। রোববার অফিস। লঞ্চযাত্রীদের ঢল নেমেছে বরিশাল লঞ্চ টার্মিনালে। জায়গা না পেয়ে অনেকেই লঞ্চের ছাদে, সামনের ডেকে, বারান্দায়, যে যেখানে পারছেন, ঠাঁই করে নিয়েছেন। গত ৪০ বছরে দেশে ৫২০ টি নৌ-দুর্ঘনার কারণ ছিল অতিরিক্ত যাত্রী বহন। অথচ সেদিকে ভ্রুক্ষেপ নেই কারো। জীবন জীবিকার কারণেই জন্যই ঝুঁকি নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছেন মানুষ। ভক্সপপ… যাত্রী

এই সুযোগে ভাড়াও বাড়িয়ে দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। তবে বরাবরের মতো অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করছেন তারা।
সিংক: মো. আখতার হোসন আকেজ, পরিচালক সুন্দরবন নেভিগেশন, বরিশাল ।

বিআইডব্লিউটি-এর কর্মকর্তারও দাবি, সব তাদের নজরে আছে। কোনো অব্যস্থাপনা মানা হচ্ছে না।

এই বৃষ্টি ও দুর্ঘটনাপ্রোবণ মৌসুমে, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন, বাড়িয়ে তুলছে জীবনের ঝুঁকি। আর কোনো দুর্ঘটনা নয়- এই প্রত্যাশা ঈদ আনন্দ থেকে ফেরা মানুষের।