লক্ষ্মীপুরে ১০ মণ জাটকাসহ ৪ জেলে আটক

লক্ষ্মীপুরে ১০ মণ জাটকাসহ ৪ জেলে আটক

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের মতিরহাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ মন জাটকা ইলিশসহ ৪ জেলেকে আটক করছে কোষ্টগার্ড। এসময় ৩টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা হচ্ছে মো. সাদেক হোসেন,ফারুক হোসেন,জাকির হোসেন ও মো.মমিন উল্যাহ। তাদের সকলের গ্রামের বাড়ি ভোলা জেলায়।

কোষ্টগার্ড ও জেলা মৎস্য বিভাগ জনায়, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষনের লক্ষ্যে ১ লা নভেম্বর থেকে ৩০ জুন  আটমাস মেঘনা নদীতে ১০ ইঞ্চি পর্যন্ত সকল ধরনের ইলিশ ধরা বন্ধ ঘোষনা করছে মৎস্য বিভাগ। এসময় জাটকা ধরা-মারা, সংরক্ষন,পরিবহন, বাজারজাতকরন ও বিনিময় নিষ্দ্ধি রয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা ধরার অপরাধে জেলার মতিরহাট এলাকায় মেঘনা নদী থেকে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ১০মণ জাটকা ইলিশসহ ৪ জেলেকে আটক করা হয়। এসময় ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

কন্টিজেন কমান্ডার ইসমাইল হোসেন ও জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সুনীল চন্দ্র মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

মো. কাউছার