লক্ষ্মীপুরে তৃতীয় দিনের মতো চলছে রাশ পূর্নিমা

লক্ষ্মীপুরে তৃতীয় দিনের মতো চলছে রাশ পূর্নিমা

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি :

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তৃতীয় দিনের মতো লক্ষ্মীপুরে রাশ পূর্ণিমা উদযাপন করেছে হিন্দুধর্মাবলম্বীরা। লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলীর বর্ধন বাড়িতে শ্রী শ্রী সত্য নারায়ণ সেবাশ্রম মন্দিরের আয়োজনে চলছে এ উৎসব। মঙ্গলবার প্রাতে নামযজ্ঞ সমাপন মন্দির পরিত্রাণ ও নগর কীর্তনের মধ্যে এ উৎসব দিয়ে শেষ হবে।

এ রাশ পূর্ণিমায় অংশ নেয় মানিকগঞ্জের শান্তি নিকেতন সম্প্রদায়, কিশোরগঞ্জের নন্দ দুলাল সম্প্রদায়, সাতক্ষীরার লোকনাথ, বাগেরহাটের ভক্ত নরোত্তম, বরিশালের গোপালকৃষ্ণ, খুলনার আনন্দ মোহন সম্প্রদায়সহ দেশের বিভিন্ন স্থান থেকে ৬টি কীর্তনিয়া দল। রাশ পূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী সত্য নারায়ণ সেবাশ্রম মন্দিরের সামনে বসেছে গ্রামীণ মেলা।

শ্রী শ্রী সত্য নারায়ণ সেবাশ্রম মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন বর্ধন বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনা রাশ পূর্ণিমা পালন করা হচ্ছে। এ উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার হিন্দুধর্মাবলম্বীরা অংশ নেয়। আশা করি শান্তিপূর্ণভাবে হিন্দুধর্মাবলম্বীরা এ উৎসব শেষ করতে পারবে।