লক্ষ্মীপুরে অনুমোদনবিহীন পেট্রল ও অকটেন ব্যবসা

লক্ষ্মীপুরে অনুমোদনবিহীন পেট্রল ও অকটেন ব্যবসা

শেয়ার করুন

Lakshmipur dalall bazar pic
মো.কাউছার.লক্ষ্মীপুর থেকে:

লক্ষ্মীপুরে কাপড়.চা মুদি.রড ও সিমেন্টের দোকানসহ সর্বত্রে পাওয়া যাচ্ছে জ্বালানি তৈল পেট্রল ও অকটেন। অবৈধ এসব ব্যবসা প্রতিষ্ঠান খুলে এক শ্রেনীর ব্যবসায়ীরা এ বিপজ্জনক ব্যবসা করে আসছেন বছরের পর বছর। জ্বালানী তৈলের ব্যবসা করতে জেলা প্রশাসক ও বিস্ফোরক অধিদপ্তরসহ সরকারী নানা সংস্থার অনুমোদন বাধ্যতামূলক থাকলেও এসব ব্যাবসা প্রতিষ্ঠানের নেই কোন অনুমোদন। এসব অবৈধ ব্যবসা বন্ধে প্রশাসনের নেই কোন উদ্যোগ। যে কোন সময় দূর্ঘটনার আশংকা করেছেন স্থানীয়রা। তবে অনুমোদন নিয়ে জ্বালানী তৈলের ব্যবসা করার কথা অনেক ব্যবসায়ীর জানা নেই বলে দাবী করেছেন তারা
জানাগেছে,লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জসহ ৫টি উপজেলার প্রতিটি হাট-বাজার ও রাস্তার দু-পাশে গড়ে উঠেছে শত শত জ্বালানী তৈল পেট্রল ও অকটেনের দোকান।

এছাড়া লক্ষ্মীপুর-রামগঞ্জ,-রায়পুর ও রামগতি আঞ্চলিক সড়কের দু-পাশে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে এসব অবৈধ ব্যবসা-প্রতিষ্ঠান। বিশেষ করে কাপড়, চা, মুদি, রড, সিমেন্টের দোকান, বিপজ্জনক ও জনবসতিপূর্ন এলাকায় এসব প্রতিষ্ঠান খুলে ড্রামে করে তৈল এনে বিক্রি করছেন এক শ্রেনীর ব্যবসায়ীরা। এতে করে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে। এসব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে জেলা প্রশাসক ও বিস্ফোরক অধিদপ্তরসহ সরকারী বিভিন্ন সংস্থার অনুমোদন বাধ্যতামূলক রয়েছে। কিন্তু এখানো সরকারীভাবে এসব প্রতিষ্ঠানের নেই কোন অনুমোদন। এ দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় প্রায় অর্ধশতাধীক প্রতিষ্ঠানের সরকারীভাবে অনুমোদন রয়েছে।

এছাড়া হরতাল অবরোধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় এসব অবৈধ দোকান থেকে পেট্রল কিনে নিয়ে নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। হরতাল অবরোধসহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম চলাকালীন নাশকতাকারীকে পেট্রলসহ পুলিশ গ্রেপ্তারও করেছে। এছাড়া স্থানীয় প্রশাসন এবং তৈল বিপণন কোম্পানীর লোকজনের যোগসাজশে এ অবৈধ ব্যবসা চলছে বছরের পর বছর এমন অভিযোগ স্থানীয়দের। তাই দ্রুত এসব অবৈধ ব্যবসা বন্ধ করে দূর্ঘটনার হাত থেকে জনসাধারসনকে রক্ষা করার দাবী জানান জেলাবাসী।

এ বিষয়ে পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেছেন, এসব ব্যবসা প্রতিষ্ঠান পুলিশের নজর দারীতে রয়েছে। তদন্ত করে অনুমোদন বিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।