রাজশাহীতে বুলবুলের সমাবেশে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে বুলবুলের সমাবেশে ককটেল বিস্ফোরণ

শেয়ার করুন

37207845_677191715963688_2481561670460112896_nরাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে মেয়র পদে বিএনপি’র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে গণসংযোগকালে ককটেল বিস্ফোরণে, গণমাধ্যম কর্মীসহ তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর সাগরপাড়ায় এ ঘটনা ঘটে। বিএনপির নেতারা জানান: সকালে গণসংযোগ করার সময় হঠাৎই মোটর সাইকেলে করে এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
37249027_677191752630351_2423849993040297984_n
কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আমির জাফর। এ ঘটনায় আহতদের মধ্যে দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।