রাজশাহীতে জনসাধারণের মাঝে ভ্রাম্যমান ফ্রি করোনা টেস্ট

রাজশাহীতে জনসাধারণের মাঝে ভ্রাম্যমান ফ্রি করোনা টেস্ট

শেয়ার করুন

Screenshot (70)

ছবি- এটিএন টাইমস

।। বুলবুল হাবিব, রাজশাহী প্রতিনিধি ।।

রাজশাহীতে জনসাধারণের মাঝে ভ্রাম্যমান ফ্রি করোনা টেস্ট করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের উদ্যেগে নগরীর বিভিন্ন পয়েন্টে পাঁচটি ক্যাম্পেইন ভ্রাম্যমান টেস্ট করছে। সকাল ১০ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী সিভিল সার্জন অফিসের একটি টিম ফ্রি করোনা টেস্ট কার্যক্রম শুরু করে।

সিভিল সার্জন কাউয়ুম তালুকদার জানান, পাঁচটি টিম নগরীর বিভিন্ন পয়েন্টে করোনার টেস্ট করছে। সকল পয়েন্টে মোট এক হাজার ২০০ টেস্ট করা যাবে। রাজশাহীতে কি পরিমান সংক্রামণ আছে সেটাই দেখাতে এই কার্যক্রম শুরু করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে সংক্রামণ কতটা ছড়িয়ে গেছে তার বিষয়ে ধারণা পাওয়া যাবে বলেও জানান সিভিল সার্জন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মূলত জনসাধারণের মাঝে এই করোনা টেস্ট করে তার রির্পোট দেখার পরেই রাজশাহীতে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।