রাঙ্গামাটিতে প্রথমবারের মতো এলপিজি ফিলিং স্টেশন চালু

রাঙ্গামাটিতে প্রথমবারের মতো এলপিজি ফিলিং স্টেশন চালু

শেয়ার করুন

Screenshot (407)
। রাঙ্গামাটি প্রতিনিধি ।
পাহাড়ি এলাকায় যাত্রী পরিবহনে সাশ্রয়ী জ্বালানী ব্যবহার করার লক্ষে রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি এলাকায় প্রথমনবারের মতো এলপিজি ফিলিং স্টেশন চালু করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার আজ রাঙ্গামাটির দানবীর হাজী আব্দুল বারী মাতব্বরের নামে স্থাপিত এ স্টেশনের উদ্বোধন করেন ।
পাহাড়ি এলাকা হওয়ায় গ্যাসের প্রাপ্যতার সুয়োগ না থাকায় রাঙ্গামাটির যান বাহন চালকরা চট্টগ্রাম থেকে গ্যাস সংগ্রহ করতে হতো। বর্তমানে শহরে গ্যাস চালিত যানবাহন চলাচল বাড়ায় প্রয়োজন মেঠাতে পাহাড়ে নতুন গ্যাস ফিলিং স্টেশন চালুর উদযোগ নেয়া হয়। এখন থেকে পাহাড়ি এলাকার যানবাহন চালকরা খুব সহজেই দিনরাতে ২৪ ঘন্টায় গ্যাস সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আ লিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাজী মোঃ মুছা মাতব্বর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।