যশোরে করোনা বেড়েই চলছে, কঠোর লকডাউন আরো বাড়বে

যশোরে করোনা বেড়েই চলছে, কঠোর লকডাউন আরো বাড়বে

শেয়ার করুন

Screenshot (162)

ছবি-এটিএন টাইমস

।। তামান্না ফারজানা, যশোর ।।

গত ২৪ ঘন্টায় যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এরা সকলেই
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানান হাসপাতালের
আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ। তিনি আরও জানান, এদের মধ্যে ২ জন
রেডজোনে এবং ৪ জন ইয়েলোজোনে ভর্তি ছিলেন।
জেলায় গত ২৪ ঘন্টায় ৪৬২ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ১৯২ জন।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, উচ্চ ঝুঁকির কারণে
যশোরের পাঁচটি পৌরসভা ও ৯টি ইউনিয়নে কঠোরনিশেধ স¤প্রসারণ করা হয়েছে। তবে
লকডাউন কার্যকরভাবে মানছে না সাধারণ মানুষ । ২৩ তারিখে কঠোর বিধিনিষেধের মেয়াদ শেষ
হবে। এর পর আরও কঠোর সর্বাত্মক বিধি বিধান দেয়া হবে ।