যশোরে করোনায় ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪

যশোরে করোনায় ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪

শেয়ার করুন

Jess_Hospital

।। তামান্না ফারজানা ।।

যশোরে কঠোর লকডাউনের ২য় দিনে কঠোর অবস্থানে রয়েছে যৌথ বাহিনী । জেলা শহর ও প্রতিটি উপজেলায় টহল দিচ্ছে তারা। বিনা প্রয়োজনে বের হওয়া মানুষকে জরিমানা করা হচ্ছে।

জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৬ জন। উপসর্গ নিয়ে কেউ মারা যাননি বলে জানান যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ। তিনি আরও জানান করোনায় মৃতদের মধ্যে ৪ জন মহিলা ও ২ জন পুরুষ। এরা যশোর , ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার বাসিন্দা। মৃতরা হলেন,যশোর জেলার সদর উপজেলার টালিখোলার বাসিন্দা আমিনুল ইসলামের স্ত্রী ৫৫ বছর বয়সী মম তাজ বেগম,বালিয়া ভেকুটিয়ার মোঃ আমিরের স্ত্রী ৫৫ বছর বয়সী আয়সা বেগম,ডাকাতিয়া এলাকার বাসিন্দা আলী হোসেনের স্ত্রী ৫০ বছর বয়সী চায়না , মণিরামপুর উপজেলার আবুল হোসেনের ছেলে ৫৫ বছর বয়সী নজরুল ইসলাম,ঝিনাইহদহ জেলার সদর উপজেলার খড়িয়ালীর বাসিন্দা মকবুল হোসেনের ছেলে ৫৫ বছর বয়সী রফিকুল,চুয়াডাঙ্গা জেলার জীবন নগরের বাসিন্দা মৃত শাকের আলীর স্ত্রী জবেদা।

এছাড়া ১১১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।