যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

শেয়ার করুন

বন্যা1
মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে টাঙ্গাইল সদর, গোপালপুর, ভূঞাপুর ও নাগরপুর উপজেলার চরাঞ্চল ও নিন্মাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। ফলে এসব এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন র্বোডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, টাঙ্গাইলের যোকারচর পয়েন্টে পানি বিপদসীমার ৫৩ সে. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে টাঙ্গাইল শহর রক্ষা বাধের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় বাধ ভেঙ্গে গেলে টাঙ্গাইল শহরসহ অনন্ত ৫টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়বে। অপর দিকে কয়েকদিনের ভারী বর্ষনে টাঙ্গাইল পৌর এলাকায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে অনন্ত পাচ শতাধিক বাড়ি ঘরে পানি উঠেছে।