মেহেরপুরে পয়ঃ ও বজ্য পরিশোধানাগারের উদ্বোধন

মেহেরপুরে পয়ঃ ও বজ্য পরিশোধানাগারের উদ্বোধন

শেয়ার করুন
Screenshot (375)
।। মেহেরপুর প্রতিনিধি ।।
মেহেরপুর পৌরসভার উদ্যোগে পয়ঃ ও বজ্য পরিশোধানাগারের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১২ টার দিকে শহরের ময়মারি মাঠে এ পরিশোধানাগারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। সভাপতিত্ব করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়াররুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মিয়াজান আলী।
পৌর মেয়র বলেন, পরিবেশ বান্ধব এ পরিশোধানাগারে প্রতিদিনি জেলার ১২ টন কঠিন ও ৫ ঘনমিটার মল সেখানে ফেলা হবে। ৩১ দিনে সে বজ্যগুলো পরিশোধনের মাধ্যমে জৈব সার উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে পৌরসভা। মাসে দেড় টনের মতো জৈব সার উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যেকান থেকে পৌরসভায় একটি আয়ের উৎস তৈরি হবে। ।
প্রায় তিন কোটি টাকা ব্যায়ে এ পরিশোধানাগার নির্মাণ করা হয়েছে।