মেহেরপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৪

মেহেরপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৪

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। গত রাত আড়াইটার দিকে সদর উপজেলার নূরপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন, রমেশ, সোহাগ ও কানন।

এ সময় আহত হন ৬ পুলিশ সদস্য। এর মধ্যে জেলার সহকারী পুলিশ সুপার আহসান হাবীবও রয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি টহল দল।

নূরপুর মোড়ে পৌঁছেই পুলিশকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে তারা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গুলি বিনিময় থামলে ঘটনাস্থলে ৪ জনকে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কি উদ্দেশ্যে দলটি জড়ো হয়েছিলো প্রাথমিকভাবে তা বলতে না পারলেও, নিহতরা সোনাপুর গ্রামের মজিদ ও আসাদুল হত্যার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। আহত ৬ পুলিশ সদস্যকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।