মুন্সীগঞ্জে সাড়ে ৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে সাড়ে ৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ

শেয়ার করুন

Photo munshiganj 05.03 (1)

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর ব্রিজ সংলগ্ন বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৪ কোটি ৫৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ৯১ কোটি টাকা।

রবিবার দুপুরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনিষ্ট করে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এর আগে শুক্রবার (৩ মার্চ) রাতে কোস্টগার্ড ঢাকা জোনের সার্পোট ইউনিট বিপুল পরিমাণ এ অবৈধ কারেন্ট জাল জব্দ করে।

পাগলা কোষ্টগার্ডের লেফট্যালেন্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, গত ০৩ মার্চ রাতে মুক্তারপুর ব্রিজ সংলগ্ন বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা সেন্ট্রাল কোষ্টগার্ড ইউনিট, গজারিয়া কোষ্ট গার্ড, পাগলা কোষ্ট গার্ড অভিযান চালায়। গোয়েন্দার তথ্যের ভিত্তিতে মাস্টার ফিশিং নেট কোম্পানির গুদামে অভিযান চালিয়ে আনুমানিক সাড়ে ৪ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য টাকা ৯১ কোটি টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক আহমেদের উপস্থিতিতে পুড়িয়ে ফেলার মাধ্যমে ধ্বংস করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী অবৈধ কারেন্ট জাল ধ্বংসে জিরো টলারেন্স নীতি বহন করে বলে জানান তিনি।