মুন্সীগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

মুন্সীগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

শেয়ার করুন

photo-munshiganj-10-11-1মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের জোড়ারদেউল এলাকায় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ২০ কেজি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জোড়ার দেউল পঞ্চায়েত কবরস্থানের একটি কবর খুড়তে গেলে মূর্তিটি বেড়িয়ে আসে। পরে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান সকাল সাড়ে ১০ টার দিকে এসে মূর্তিটি উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসেন।
photo-munshiganj-10-11-2ধারনা করা হচ্ছে, উদ্ধারকৃত কারুকার্যখচিত কষ্টিপাথরে বেদিটির উপরে মুল মূর্তিটি ছিলো বাসুদেবর। তবে উপরের অংশটি পাওয়া যায়নি।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, পুলিশের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মূর্তিটি উদ্ধার করেন।