মানিকগঞ্জে কলেজ ছাত্র মনির হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে কলেজ ছাত্র মনির হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

শেয়ার করুন

death-planty-20180926180209মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের আলোচিত কলেজ ছাত্র মনির হোসেন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ‍দুপুরে, মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মো: শহিদুল আলম ঝিনুক এই রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো: শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের বাদশা মিয়া, সিংগাইর উপজেলার ভাটিরচর গ্রামের লাল মিয়া, গোপালগঞ্জের কোটালিপাড়ার কোশলা গ্রামের আজগর চৌধুরী ও দিনাজপুরের আওলিয়াপুর গ্রামের আনোয়ার হোসেন। এছাড়া মামলার পলাতক আরেক আসামি নারায়নগঞ্জের কালিয়ারচরের আক্তার হোসেন জামালকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো একবছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে শিমুলিয়া গ্রামের পরোশ আলীর একমাত্র ছেলে কলেজছাত্র মনির হোসেনকে তার চাচা বাদশা মিয়া সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে সাভার নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে পরদিন আসামিরা মনিরকে হত্যা করে হাত-পা বেঁধে সাভারের বংশী নদীতে ফেলে দেয়।