মংলায় বনদস্যুর সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুক যুদ্ধ’, আগ্নেয়াস্ত্র উদ্ধার

মংলায় বনদস্যুর সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুক যুদ্ধ’, আগ্নেয়াস্ত্র উদ্ধার

শেয়ার করুন

মংলা প্রতিনিধি:

মংলার পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের হারবারিয়া খালে কোস্টগার্ড ও বনদস্যু জাহাঙ্গির বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও দস্যুদের ব্যবহারকৃত বিভিন্ন ধরণের সরঞ্জামাদি।

বন্দুকযুদ্ধকোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. ফরিদউজ জামান জানান, দস্যু দমনে নিয়মিত টহলের অংশ হিসেবে কোস্টগার্ড সদস্যরা শনিবার দুপুরের দিকে বনের হারবারিয়া এলাকার বাইনতলা খালে পৌঁছে দস্যু বাহিনীর আস্তানায় সন্ধান পায়।

অভিযানের জন্য বনের দিকে এগিয়ে গেলে সেখানে পূর্ব থেকে অবস্থান নিয়ে থাকা বনদস্যু জাহাঙ্গির বাহিনী কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও দস্যুদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

উভয়ের মধ্যে প্রায় আধ ঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ঘটনাস্থলে  ত্যাগ করে দস্যুরা বনের মধ্যে চলে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১০টি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করে কোস্টগার্ড।