মংলায় ডুবে যাওয়া কার্গো জাহাজ এখনও উদ্ধার হয়নি

মংলায় ডুবে যাওয়া কার্গো জাহাজ এখনও উদ্ধার হয়নি

শেয়ার করুন

মংলা প্রতিনিধি :

মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার অদূরে ১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যাওয়া ‘এমভি আইছগাতি’ নামের একটি কার্গো জাহাজটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থানরত মাদার ভ্যাসেল ‘এম.ভি লেডীমেরি’ থেকে কয়লা বোঝাই করে মংলা বন্দরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কার্গো জাহাজটিতে থাকা ১৬ নাবিককে অপর একটি জাহাজে উদ্ধার করে। এদিকে ঘটনাস্থলে মংলা কোস্টগার্ডের একটি দল অবস্থান করছে।

মংলা বন্দরের হারবার বিভাগ জানায়, হিরনপয়েন্ট ও ফেয়ারওয়ের ১০ নং বয়া এলাকায় কয়লা বোঝাই কার্গো জাহাজটি ডুবে আছে। যা বন্দরের মূল চ্যানেল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। এ কারণে মংলা সমুদ্র বন্দরে পণ্য বাহি বাণিজ্যিক জাহাজ আগমন ও নির্গমনে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।
জাহাজটির মালিক জানায়, খুব তাড়াতাড়ি জাহাজটিকে উদ্ধার করার জন্য তারা কাজ শুরু করেছে।