বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানে বন্যা ও জলাবদ্ধতার উন্নতি, স্বাভাবিক হয়েছে সড়ক যোগাযোগ

বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানে বন্যা ও জলাবদ্ধতার উন্নতি, স্বাভাবিক হয়েছে সড়ক যোগাযোগ

শেয়ার করুন

Footage-30-7-21_6204।। বান্দরবান প্রতিনিধি ।।

গত ২৪ ঘন্টায় সাঙ্গু নদীর অববাহিকায় বৃষ্টিপাত কম হওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতার উন্নতি হয়েছে। জেলার আলীকদম ও রোয়াংছড়ি উপজেলায় সড়কের উপর থেকে পানি নেমে যাওয়ায় এসব এলাকায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এদিকে জেলা শহরের ১৩টি আশ্রয় কেন্দ্র থেকে বন্যার্তরা তাদের বসত বাড়ীতে ফিরে যেতে শুরু করেছে। শহরের আর্মি পাড়া, মেম্বার পাড়া, ওয়াবদা ব্রিজ, বাস স্টেশন সহ নিচু এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। লামা ও নাইক্ষ্যংছড়ির উপজেলার বন্যা কবলিত এলাকার পরিস্থিতিও স্বাভাবিক হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে জেলা প্রশাসন ও পৌরসভা থেকে বন্যার্তদের মাঝে খিচুড়ি শুকনো খাবার সহ নানা সহায়তা দেয়া হচ্ছে। পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বিভিন্ন জায়গায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করেছেন। জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরিজি জানিয়েছেন পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় বান্দরবানে অর্ধ লক্ষাধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন ও পৌরসভা থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। #