বাড়ছে শীত, বাড়ছে দুর্ভোগ

বাড়ছে শীত, বাড়ছে দুর্ভোগ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

গত কয়েকদিনের শীতের তীব্রতায় দেশের কয়েকটি জেলায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

লালমনিরহাটে হাড়-কাঁপানো ঠান্ডায় বিপাকে পড়েছে কৃষক ও শ্রমজীবি সাধারণ মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে অটোরিকশ, বাস-ট্রাক চলাচল করছে।

কুড়িগ্রামে ঠান্ডার কারণে সন্ধ্যার পর হাট বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে ছিন্নমুল ও দিনমজুর শ্রেনীর মানুষ। শীত কাতর মানুষের জন্য সরকারি-বেসরকারিভাবে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় খুবই কম।

নীলফামারীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের বেশি বেশি করে পানি ও খাবার স্যালাইন খাওয়ানোর পাশাপাশি শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।