বাস থেকে ১০০ ড্রাম চিংড়ির রেণু পোনা জব্দ, মেঘনা ও ধলেশ্বরীতে অবমুক্ত

বাস থেকে ১০০ ড্রাম চিংড়ির রেণু পোনা জব্দ, মেঘনা ও ধলেশ্বরীতে অবমুক্ত

শেয়ার করুন
Photo munshiganj 24.05 (2)
ভবতোষ চৌধুরী নুপুর, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা নদীতে ১০০ ড্রাম চিংড়ির রেণু পোনা অবমুক্ত করেছে পাগলা কোষ্টগার্ড। বুধবার সাড়ে ১১ টার দিকে ধলেশ্বরী ও মেঘনার মোহনায় প্রায় ২০ লক্ষ চিংড়ি পোনা অবমুক্ত করা হয়।
এর আগে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় চট্রগ্রামগামী তিনটি যাত্রীবাহী বাস থেকে সমুদয় চিংড়ি রেণু পোনা জব্ধ করা হয়।
Photo munshiganj 24.05 (1)পাগলা কোষ্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, গত রাতে গোপণ সংবাদের ভিত্তিতে কাঁচপুর সেতু এলাকায় অভিযানের সময় বেপারী পরিবহন, সাওদান পরিবহন এবং সানি লাইন পরিবহনের তিনটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ১০০ড্রামে ২০লক্ষ পোনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। তবে মালিক না থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।#