বান্দরবানে ফের ভাল্লুকের আক্রমণে জুম চাষি আহত

বান্দরবানে ফের ভাল্লুকের আক্রমণে জুম চাষি আহত

শেয়ার করুন

bandarban pic 2

।। বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে আবারো ভাল্লুকের আক্রমণে একজন চাষি আহত হয়েছে। প্রুসাউ মারমা (৪৭) নামের ঐ জুম চাষি বর্তমান রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (৩০ জুলাই) বেলা ১২টার দিকে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের হ্যাপিহীল পাড়ার কাছে বনে এ ঘটনা ঘটে। আহত প্রুসাউ মারমা উপজেলার নিয়ংক্ষ্যং পাড়ার মংদাক মারমার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন পাইন্দু ইউনিয়নের হ্যাপিহীল পাড়া এলাকার বনাঞ্চলে জুমে কাজ করতে গিয়ে বাপ ছেলে ভালুকের আক্রমণের শিকার হয়, এতে বাবা প্রসাউ মারমা মারাত্মক জখম হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উল্লেখ্য, গত ২০ এপ্রিল বান্দরবানে জুম থেকে ফেরার পথে বুনো ভালুকের আক্রমণে শিকার হয়েছে ক্রংতং ম্রো (৩৫) নামে এক জুমচাষী।পরে ১৪ মার্চ বান্দরবানে ফের ভাল্লুকের আক্রমণে ক্রইল মুরং (৭৬) নামে এক জুষ চাষি আহত হয়। গত ২৬ ফেব্রুয়ারি বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভাল্লুকের আক্রমণে দুজন মারাত্মকভাবে আহত হয়।