বান্দরবানে এক প্রতিবন্ধীর সহায়তায় এগিয়ে আসলেন জেলা প্রশাসক, তৈরি করে দিলেন দোকান...

বান্দরবানে এক প্রতিবন্ধীর সহায়তায় এগিয়ে আসলেন জেলা প্রশাসক, তৈরি করে দিলেন দোকান ও ঘর

শেয়ার করুন

1628684462897_Bandarban Dc News Pic 11 August 2021 (2)।। বান্দরবান প্রতিনিধি ।।
বান্দরবানের এক প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাবলম্বী করতে সহায়তা দিলেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি। বান্দরবান শহরের কাছে ছাইঙ্গা এলাকার বাসিন্দা প্রতিবন্ধী আব্দুল মোনাফকে একটি দোকান উপহার দিয়েছেন জেলা প্রশাসক। শুধু তাই নয় ঐ প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রীর উপহারের ঘরও তৈরী করে দিয়েছেন। ঘর আর দোকান পেয়ে আবেগাপ্লুত প্রতিবন্ধী মোনাফ। দোকান উদ্বোধন করে ওই দোকানের প্রথম ক্রেতা হন জেলা প্রশাসক নিজেই। দোকান থেকে কেনা চকলেট বিস্কুট সেখানকার ছোট শিশুদের মাঝে বিতরণ করেন জেলা প্রশাসক। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরিজি ছাইঙ্গাতে প্রতিবন্ধী আব্দুল মোনাফ এর দোকানটি ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় তার সাথে রোয়াংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল জা‌বেদ, উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কা‌য়েসুর রহমান সহ অন্যান্যরা উপ‌স্থিত ছি‌লেন। জেলা প্রশাসক জানান রোয়াংছ‌ড়ির ছাইঙ্গাতে ১০ বছর ধ‌রে মোঃ আব্দুল মোনাফ নামের এক প্রতিবন্ধী ব্যক্তি মস‌জি‌দে থা‌কতেন। তার কোনও স্বজন নেই। খবর পে‌য়ে ওই প্রতিবন্ধী‌কে প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘর তৈরী দেওয়া হ‌য়। পাশাপাশি প্রশাস‌নের পক্ষ থে‌কে ঘ‌রে যাওয়ার জন্য এক‌টি সিঁড়ি, রান্নার জন্য গ্যাসের চুলা, বিশুদ্ধ পা‌নি, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়। এছাড়া তার আত্মকর্মসংস্থা‌নের জন্য এক‌টি দোকানঘরও করে দেন জেলা প্রশাসক।ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন জেলা প্রশাসক।