ফরিদপুর থেকে বিশ্বজিৎ হত্যার সাজাপ্রাপ্ত আসামী ইমরান গ্রেফতার

ফরিদপুর থেকে বিশ্বজিৎ হত্যার সাজাপ্রাপ্ত আসামী ইমরান গ্রেফতার

শেয়ার করুন

faridpur attok pic

।। কামরুজ্জামান সোহেল,ফরিদপুর ।।
দেশব্যাপী আলোচিত বিশ্বজিৎ দাস হত্যার অন্যতম আসামী ইমরান হোসেনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর এলাকা থেকে সদরপুর থানা পুলিশ তাকে আটক করে। সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, বিশ্বজিৎ হত্যার অন্যতম সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইমরান এলাকায় আত্মগোপন করে আছে এমন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় রাত সাড়ে ১০টার দিকে ইমরানকে আটক করা হয়। আটককৃত ইমরানকে বুধবার সকালে ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাকে ঢাকার সূত্রাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আটককৃত ইমরান ফরিদপুরের সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামের আব্দুল জলিল এর পুত্র।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে দোকান কর্মচারী বিশ্বজিৎ দাসকে বিএনপির কর্মী ভেবে জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ২০১৩ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যালে বিশ^জিৎ হত্যার দায়ে ছাত্রলীগ কর্মী ইমরানসহ ৮ জনের মৃত্যুদন্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। মামলার রায়ের পর থেকেই ইমরান হোসেন পলাতক ছিলো।