ফরিদপুরে যানচলাচল নিয়ন্ত্রনে কাজ করছে হাইওয়ে পুলিশ

ফরিদপুরে যানচলাচল নিয়ন্ত্রনে কাজ করছে হাইওয়ে পুলিশ

শেয়ার করুন

faridpur police pic
।। কামরুজ্জামান সোহেল, ফরিদপুর ।।
চলমান লকডাউন সফল করতে মাঠ পর্যায়ে কাজ করছে হাইওয়ে পুলিশ। এরই অংশ
হিসাবে হাইওয়ে পুলিশ ফরিদপুরের বিভিন্ন স্থানে ১০টি চেকপোষ্ট বসিয়ে
যানচলাচল নিয়ন্ত্রনে কাজ করছে। এছাড়া হাইওয়েজুড়ে বিশেষ টহলের ব্যবস্থা করা
হয়েছে। লকডাউনের শুরু থেকেই হাইওয়ে পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান
পরিচালনা করছে। দক্ষিনাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে বিবেচিত সাইনবোর্ড
পয়েন্টে হাইওয়ে পুলিশের বিশেষ একটি টিম ফরিদপুর জেলায় প্রবেশকৃত সকল
প্রকার যানবাহন চেকিং করছে। যে সকল যানবাহন সরকারী বিধি না মেনে চলাচল
করছে সেই যানবাহন চালক ও মালিকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
ফরিদপুর হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকীর
নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সহকারী পুলিশ সুপার মোঃ
নুরুল ইসলাম সিদ্দিকী জানান, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার
মোঃ হামিদুল আলম (বিপিএম,পিপিএম) মহোদয়ের নির্দেশনায় হাইওয়ে
সার্কেলের অন্তভুক্ত ৮টি ইউনিটের সদস্যরা ১০টি চেকপোষ্ট বসিয়ে যানবাহন
চলাচল নিয়ন্ত্রন করছে। তিনি বলেন, করোনাকালীন সময়ে জনসাধারনকে
গণপরিবহন যোগে চলাচল অনুৎসাহিত করা এবং জীবন রক্ষার্থে সরকারী
নির্দেশনা প্রতিপালনের জন্য জনগনকে ঘরমুখী রাখতে সকল পদক্ষেপ কঠোরভাবে
বাস্তবায়নে কাজ করছে হাইওয়ে পুলিশ সদস্যরা।