ফরিদপুরে মানব পাচার চক্রের হোতা আটক

ফরিদপুরে মানব পাচার চক্রের হোতা আটক

শেয়ার করুন

adol kazi

।। কামরুজ্জামান সোহেল, ফরিদপুর ।।
ফরিদপুরে মানব পাচার চক্রের অন্যতম হোতা মোঃ আদল কাজী (৫০) কে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এসময় তার কাছে থাকা এক কিশোরীরসহ বেশ কিছু টাকা উদ্ধার করা হয়। ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব সদস্যরা ২৭ জুলাই রাতে শহরের রথখোলা পতিতা পল্লীতে অভিযান পরিচালনা করে। এসময় পতিতা পল্লীর ভেতরে অবস্থান নেওয়া মানব পাচার চত্রের হোতা মোঃ আদল কাজীকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা এক কিশোরীকে উদ্ধার করা হয়। আদল কাজীর কাছে থাকা সাড়ে ১২ হাজার টাকা, মোবাইল ফোন জব্দ করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার পূর্ব গঙ্গাবর্দী এলাকার মৃত ইমাম কাজীর পুত্র আদল কাজী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে সহজ সরল মেয়েদের মোটা অংকের বেতনের চাকুরীর লোভ দেখিয়ে এবং টিকটক ভিডিও মডেল বানানোর প্রলোভন দেখিয়ে ফরিদপুরসহ বিভিন্ন পতিতা পল্লীতে বিক্রি করতো। এ নিয়ে র‌্যাবের কাছে অভিযোগ আসায় র‌্যাব তদন্ত করে সত্যতা পায়। ফলে মানব পাচার চক্রের এ হোতাকে আটক করা হয়। আটককৃত আদল কাজীকে ফরিদপুর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে।