ফরিদপুরে পদ্মায় পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নিম্মাঞ্চল

ফরিদপুরে পদ্মায় পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নিম্মাঞ্চল

শেয়ার করুন

238747992_823608095020121_1018696464672461138_n

।। কামরুজ্জামান সোহেল, ফরিদপুর ।।
পদ্মা নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ায় ফরিদপুরে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর-গোয়ালন্দ পয়েন্টে ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন তা বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রুত পানি বাড়ার কারনে প্রতিনিয়ন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
পানি বৃদ্ধির ফলে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তির্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকে পড়ায় সেখানকার কমপক্ষে ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানি আশংকাজনক হারে বাড়তে থাকায় পদ্মার তীরবর্তী নিম্মাঞ্চলের হাজারো মানুষের মাঝে নেমে এসেছে চরম দূর্ভোগ। বন্যার কারনে ফরিদপুরের বিস্তির্ন এলাকার ফসলী জমি তলিয়ে যাওয়ায় ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি বৃদ্ধির কারনে ঘর বাড়ী তলিয়ে যাওয়ায় অনেকেই রয়েছেন নানা কষ্টের দিনযাপন করছেন। বসতবাড়ী তলিয়ে যাওয়ায় অনেকেই উচু রাস্তা এবং স্কুলে আশ্রয় নিতে দেখা গেছে। পানির কারনে অনেক রাস্তা তলিয়ে যাওয়ায় ফরিদপুরের সাথে বিভিন্ন ইউনিয়নের গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, পদ্মার পানি বৃদ্ধির কারনে তার ইউনিয়নের বেশীর ভাগ গ্রামই প্লাবিত হয়েছে। ফলে মানুষের দূর্ভোগ বেড়েছে।