পুলিশের আন্তরিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার মামলা শূন্যের কোটায়

পুলিশের আন্তরিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার মামলা শূন্যের কোটায়

শেয়ার করুন

OC Tungipara Nasimul Haque
।। চৌধূরী হাসান মাহমুদ, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জে রুজুকৃত মামলা নিষ্পত্তির মধ্য দিয়ে নতুন এক দৃষ্টান্ত
স্থাপন করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ
এম নাসিমুল হক। জুন মাসেই এসব মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে
সাংবাদিকদেও জানান তিনি। এর ফলে টুঙ্গিপাড়া থানায় মামলার সংখ্যা
বর্তমানে শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ ও ঢাকা রেঞ্জের ডি
আই জি হাবিবুর রহমানের দিক নির্দেশনায় গোপালগঞ্জ জেলা পুলিশ
সুপার আয়েশা সিদ্দিকার তত্ত্বাবধানে করোনাকালিন আইন শৃঙ্খলা রক্ষার
পাশাপাশি জনগণকে সচেতনতামূলক সেবা করে যাচ্ছে বলে জানান
ওসি এ এফ এম নাসিমুল হক। তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণসহ
থানার প্রত্যন্ত অঞ্চলে বিট পুলিশিং কার্যক্রম এবং বিভিন্ন অপরাধ
দমনে এলাকার মানুষ এখন স্বস্তিতে রয়েছে। পুলিশের এ নিরলস ভুমিকা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র পূণ্যভুমি
টুঙ্গিপাড়াকে একটি শান্তির জনপদে পরিনত করেছে বলে দাবী করেন এফ
এম নাসিমুল হক।
ভারপ্রাপ্ত কমকর্তা বলেন, বর্তমানে কোথাও বড় ধরনের কোন সহিংসতা
ও দাঙ্গা-হাঙ্গমার ঘটনা নেই। তাছাড়া থানায় কোন দালাল বাটপারের স্থান
নেই। পালিয়েছে এলাকার কৃমিনাল ও মাদক দ্রব্যেও সাথে জড়িতরা।
ঘটনা যত ছোট বা বড় হোক আমি সহ আমার অন্যান্য অফিসার
সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে পক্ষদের অভিযোগ শুনে থানায় বসে
মিমাংসার চেষ্টা করি। এতে একদিকে যেমন এলাকায় শান্তি ফিরে
আসে অন্য দিকে মামলা মকদ্দমায় জড়িয়ে অযথা টাকা পয়সা খরচ রোধ

হয়। থানার কোথাও কোন ধরনের অপরাধ সংঘটিত হওয়ার খবর বা অভিযোগ
পেলে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার
চেষ্টা করে। এক কথায় বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এই এলাকায় শান্তির
পরিবেশ স্থাপন করা হয়। তিনি মনে করেন পুলিশ সাধারন মানুষের সাথে
আন্তরিকতা এবং তার ব্যবহারের মাধ্যমেই জনগণের বন্ধু হতে পারে। আর এ
কারণে সফলতা অর্জণ করাও সম্ভব। যার ভাগিদার পুলিশ একা নয় এই
এলাকার সচেতন এবং জনমানুেষরাও। আর সাধারন মানুষকে সাথে নিয়েই
তিনি টুঙ্গিপাড়াতে এ দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন। যেকারণে তিনি
টুঙ্গিপাড়া থানার মুলতবী মামলা সহ রুজুকৃত সকল মামলা নিষ্পত্তি
করতে সক্ষম হয়েছেন। টুঙ্গিপাড়া থানায় ২০১৯ সালের ১৫ নভেম্বর
ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন এ এ এম
নাসিমুল হক। আর যোগদানের পরই তার মাথার মধ্যে কাজ করতে থাকে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ
হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়া থানায় কিভাবে সকল প্রকার অন্যায়
অপরাধ কমিয়ে আনা যায়। সেই প্রয়াস থেকে তিনি টুঙ্গিপাড়ার
রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং থানা পুলিশের সকল অফিসার
ও সদস্য বৃন্দদের সহযোগীতায় কাজ করে আজকের এ সফলতা অর্জন
করেছেন। এজন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সরকারি
চাকুরী বদলী যোগ্য চাকুরী। তারপরেও যতদিন এ থানায় আছেন
ততোদিন তিনি নিরলস ভাবে তার সেবার মাধ্যমে এ এলাকার মানুষের
জান মালের নিরাপত্তা জোরদার সহ নিষ্ঠার সাথে দায়িত্ব পালণ করে যাবেন
বলে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন আমি পুলিশ পরিবারের সন্তান। আমার
দাদাও ওসি ছিলেন। বাবা ছিলেন পুরিশের এ এস পি। আমি নিজেও
একটি থানার ওসি। দায়িত্ব কি জিনিস আমি আমার ছোট বেলা
থেকে তা দেখে আসছি। সেকারণে আমি নিষ্ঠা ও সম্মানের সাথে
আমার পেশাগত দাযিত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি। যাতে বাংলাদেশ
পুলিশের সুনাম সহ আমার পরিবারের সুনামও অক্ষুন্ন থাকে। আর সকলের
দোয়া আশীর্বাদ নিয়ে সম্মানের সাথে আমি আমার কর্ম জীবন
থেকে অবসরে যেতে চাই।