পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন খুব শ্রীঘ্রই সড়িয়ে নেওয়া হবে

পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন খুব শ্রীঘ্রই সড়িয়ে নেওয়া হবে

শেয়ার করুন

54564সাভার প্রতিনিধি :

জনগণের নিরাপত্তার সার্থে পুরান ঢাকা ও চক বাজারের কেমিক্যাল গোডাউন খুব শ্রীঘ্রই সড়িয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন চক বাজারের ঘটনায় আমরা শোকাহত আগুনের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেক পরিবারকে সরকারীভাবে সাহায্য করা হবে সাহায্যের কোন ঘাটতি থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন খুব শ্রীঘ্রই পুরান ঢাকা ও চক বাজার থেকে কেমিক্যালের গোডাউন সড়িয়ে অন্য স্থানে নেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বলেও বলেন তিনি। মন্ত্রীর সাথে এসময় স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।