নড়াইল জেলায় এবার ৬৪৮টি মন্ডপে দূর্গোৎসব হবে

নড়াইল জেলায় এবার ৬৪৮টি মন্ডপে দূর্গোৎসব হবে

শেয়ার করুন

Narail_map

কার্ত্তিক দাস, নড়াইল
নড়াইল জেলায় এবার ৬৪৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে ও উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ শুক্রবার বেলা ১১টায় জেলা পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডের ড্রিলশেড ঘরে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। জেলা পুলিশ প্রশাসন এ সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মো.সোহরাব হোসেন বিশ্বাস,জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস বোস,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. সিজাম উদ্দীন খান,পৌর মেয়র আন্জুমান আরা, জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি অশোক কুমার কুনডুসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বক্তব্যে বলেন, ধর্ম যার যার,উৎসব সবার। এমন মন মানষিকতা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিক্ষা দিয়ে গেছেন। সম্প্রীতির বন্ধনে তিনি গোটা জাতিকে বেঁধে রেখেছিলেন। সেই ধারা আজও দেশে অব্যাহত রয়েছে। এই ধারাকে এগিয়ে নিতে আম জনতার পাশাপাশি পুলিশ প্রশাসনও বদ্ধ পরিকর। তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আসুন আমরা দলমত নির্বিশেষে সরকারকে সহযোগিতা করে দেশকে আরো উন্নয়নের শিখরে নিয়ে যাই। শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে পালন করি।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিজ নিজ পূজা মন্ডপে লাইটিং ও সিসি ক্যামেরা স্থাপনের জন্য মন্দির কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীদেরকে অনুরোধ জানানো হয় মত বিনিময় সভায়।